মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলামে সভাপতিত্বে গত বুধবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয় ১ কোটি ২ লক্ষ ৫ হাজার টাকা, প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয় ১ কোটি ১ লক্ষ ২ হাজার টাকা এবং উদ্বৃত্ত অর্থ ১ লক্ষ ৩ হাজার টাকা। ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় এই উন্মুক্ত বাজেট সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান, মোঃ জাহাঙ্গীর আলমসহ সকল ইউপি সদস্যবৃন্দ।