নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “জাতীয় পরিচয়পত্র সংশোধনের লক্ষ্যে চালু হওয়া ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।”
সচিব আখতার হোসেন আরও যোগ করে বলেন, “কমিশন ক্রাশ প্রোগ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। তবে যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর বেশিরভাগেই বিভিন্ন ধরনের সমস্যা থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবুও, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জমা পড়া আবেদন দ্রুত নিষ্পত্তিতে কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এনআইডি সেবার ক্ষেত্রে এখন থেকে নিজস্ব মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং তথ্য ফাঁসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।
‘মাঠপর্যায়ে নাগরিকদের ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ করে তা আমলে নিচ্ছে কমিশন। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাতে ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কমিশনের তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে’-যোগ করেন ইসি সচিব।