চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের এক বিশালাকৃতির বিরল বাঘাইড় মাছ। মাছটি গতকাল রবিবার সকালে চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসা হলে তা ৬২ হাজার টাকায় ১৮ জন ভাগীদারের মাঝে বিক্রি করা হয়।
জানা যায়, গত শনিবার দিবাগত রাতে চরভদ্রাসনের হাজার বিঘার চর এলাকায় মাছ ধরার সময় স্থানীয় জেলে আদু শেখের বড়শিতে আটকে পড়ে বিশাল এই বাঘাইড়টি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর মাছটি নৌকায় তুলে সকালে বাজারে নিয়ে আসেন তিনি। মাছটির খবর ছড়িয়ে পড়লে চর হাজিগঞ্জ বাজারে ভিড় করেন উৎসুক জনতা। পরে মাছটি স্থানীয় বাজারে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ বাবুল শেখসহ ১৮ জন ভাগীদার ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
তারা জানান, মাছটির ওজন ছিল প্রায় ৪২ কেজি এবং এ বছর পদ্মা নদীতে এত বড় বাঘাইড় প্রথম ধরা পড়েছে।
স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বড় রুই, কাতলা, বোয়াল ও বাঘাইড়ের মতো মাছ মাঝে মাঝে জেলেদের বড়শি ও জালে ধরা পড়ছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বড় মাছ নদীতে বেশি দেখা যায়। বাঘাইড় মাছ বন্যপ্রাণী হলেও এটি মৎস্য সংরক্ষণ আইনের আওতাভুক্ত নয়। তাই জেলেরা বড় মাছ ধরতে পারেন। তবে জাটকা ও ছোট মাছ ধরার ক্ষেত্রে আমাদের অভিযান ও তদারকি নিয়মিতভাবে চলমান রয়েছে।