পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশার জালুয়ার রাস্তায় যানবাহনসহ পথচারীদের চলাচলে বছরের পর বছর দুর্ভোগ পেহাতে হচ্ছে। ৩.২ কিলোমিটার রাস্তাটি পাকাকরণ না করায় চরম বিপাকে পড়েছে স্থানীয় জনগণ। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালুয়ার মোড় সরাইগাছি-আড্ডা রাস্তার সংযোগ হতে পূর্বগ্রাম মোড় পর্যন্ত রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের একাধিক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫নং ওয়ার্ডের একমাত্র গুরুত্বপূর্ণ গ্রামীণ এই রাস্তাটি প্রতিবছর বর্ষায় যানবাহনসহ জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয় বড় বড় গর্তের। এবারও এর কোন ব্যতিক্রম হয়নি। চলতি মৌসুমে রাস্তাটি দিয়ে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে বড় ধরনের খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে নিয়মিতভাবে সারাবছর চার্জার ভ্যান, ব্যাটারিচালিত ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ার ট্রলিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার কারণে পানি জমে কাদাময় হয়ে যাওয়ার কারণে এসব যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে পোরশা উচ্চ বিদ্যালয়, পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোরশা বড় মাদ্রাসা ও তালিমুন্নেছা মহিলা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদাময় হয়ে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চলাচল করতে পারছে না। এলাকার জনসাধারণের পোরশা বাজারে যাতায়াত সহজ হওয়ায় এ রাস্তাটি দিয়ে বারিন্দা, তাইতোড়, সহড়ন্দ, বড়রনাইল, শেখপাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। পোরশা বাজারে যাতায়াতের সহজ কোন রাস্তা না থাকায় দিনের বেলায় খুব কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে এবং দীঘ সময় কাদায় পড়ে থাকতে দেখা গেছে। আর প্রতিবছর বর্ষা মৌসুমে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে সহজ চলাচলের জন্য দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্, জালুয়া গ্রামের মহিউদ্দিন, রমজান আলী, পূর্বগ্রামের নুরুল হকসহ অনেকেই জানান, উপজেলার প্রাণকেন্দ্র পোরশায় বসবাস করলেও আমরা চরম অবহেলায় বসবাস করি। কারণ গ্রামীণ এই অবহেলিত মরণ ফাঁদ গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনো পর্যন্ত পাকাকরণ করা হয়নি।
তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার বিভিন্ন বড় রাস্তাসহ অনেক ছোটখাট রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করছে না। স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হচ্ছে না। ফলে সংশ্লিষ্টদের অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। তারা রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর এটা দীর্ঘদিনের দাবি বলে তারা জানান।
এ বিষয়ে জানতে চাইলে পোরশা এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম জানান, তারা রাস্তাটি সরেজমিনে দেখেছেন। এটি তেঁতুলিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য তারা উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি প্রাক্কলন তৈরী করে গত ১১ নভেম্বর ৪৬.০২.৬৪৭৯.০০০.৯৯.০০১.২৪-৭৪৮ স্মারকে একটি পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ৪৬.০২.৬৪০০.০০.০০১.২৪-৩৯৭৯ স্মারকে নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ ঢাকায় প্রকল্প পরিচালক উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্লøান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এ একটি পত্র প্রেরণ করেছেন বলে তারা অনুলিপি পেয়েছে বলে জানান। প্রকল্প পরিচালক অনুমোদন দিলে রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশা করছেন।