নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর ও বহুমুখী করতে টোকিও সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তিনি জাপানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহণের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সফরের লক্ষ্য দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে নতুন উদ্যোগ ও সমঝোতা চুক্তি চূড়ান্ত করা।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামী বুধবার। তিনি আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত রয়েছে। এরপর শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সফরকে ঘিরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয় থেকে সাতটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে – বাজেট সহায়তা বিষয়ে সমঝোতা, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ)-ভিত্তিক প্রকল্পে অংশীদারিত্ব, বিদ্যুৎখাতে কৌশলগত সহযোগিতা, নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজে)-এর জন্য ভূমি সংক্রান্ত সমঝোতা, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ বিষয়ক সমঝোতা, বিনিয়োগ উন্নয়ন বিষয়ক চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সংক্রান্ত আলোচনা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এবারের সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রত্যাশা করছে।
উল্লেখ্য, ২০২৩ সালে জাপান বাংলাদেশকে সাড়ে ২২ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছিল, যার সুদহার ছিল ১ দশমিক ৬ শতাংশ এবং এককালীন ফ্রন্টএন্ড ফি ছিল ০.১ শতাংশ। ঋণের শর্ত অনুযায়ী, এটি ১০ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। এর আগেও ২০২০ ও ২০২১ সালে জাপান সরকার বাংলাদেশকে মোট সাড়ে ৬৮ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছিল।
এই সফরে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনায় থাকবে- রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু। জাপানের সঙ্গে এই আলোচনাগুলো বাংলাদেশ সরকারের কৌশলগত লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।



































































