মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা। মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। চলতি বোরো মৌসুমে উপজেলায় ধানের বাম্পার ফলন হবে বলে জানান কৃষকেরা। হাটে বিভিন্ন জাতের ধান বিক্রি হচ্ছে ১১’শ থেকে ১ হাজার ২৫০ টাকা প্রতি মণ। এতে কিছুটা লাভ পাচ্ছেন বলে জানান কৃষকরা। তবে ঝড়-বৃষ্টি হলে ধানের দাম কমার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা তাদের।
জানা গেছে, কৃষি নির্ভর চৌহালীতে প্রতি বছর বিপুল পরিমাণ জমিতে ধান চাষ হয়। এবার ইরি-বোরো মৌসুমে প্রায় ৩ হাজার ৭৮৭ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬৬০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি আবাদ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার মে.টন। পাকা ও আধাপাকা সোনালী ধানে ভরে গেছে কৃষি মাঠ। উপজেলার খাষকাউলিয়া, ঘোরজান, স্থলচর, সদিয়াচাঁদপুর, খাষপুখুরিয়া, বাঘুটিয়া, উমারপুরসহ বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা।
কৃষকেরা জানান, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি অনেক বেশি। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৫ হাজার টাকার বেশি। সম্প্রতি কাটারি, জিরা ও সুবলতা জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা প্রতি মণ। প্রতি বিঘায় কৃষকরা এতে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাভ পাচ্ছেন। তবে ঝড়-বৃষ্টির কারণে ধানের দাম কমার ভয় রয়েছে।
খাষকাউলিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ ধান হয়েছে। খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ১ হাজার ১৮০ টাকায় ধান বিক্রি করেছি। প্রায় ১০ হাজার টাকার মত লাভ থাকবে।
খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক মোঃ রমজান মন্ডল বলেন, নিজের জমি যারা চাষ করেছেন তারা কিছুটা লাভ পাচ্ছেন। কিন্তু যারা জমি বর্গা নিয়েছেন তারা লাভ করতে পারবেন না। কারণ এক বিঘা জমি বর্গা নিতে ৩০ হাজার টাকার বেশি লাগে। বাজার কমে গেলে কৃষকরা লোকসানে পড়বেন।
বৈন্যা গ্রামের মোঃ বাদল মিয়া বলেন, এবার ৮ বিঘা জমিতে ধান করেছি। শুধু কাটতে ৬ হাজার টাকা খরচ হয় বিঘায়। শ্রমিক, সেচ, কীটনাশক সবকিছুর দাম বেশি। ধানের দাম দুই-একশ টাকা বেশি হলে ভালো হতো। বৃষ্টি হলে ভেজা ধান কেউ কিনতে চায় না। তখন দাম পড়ে যায়।
ধান ব্যবসায়ী মোহাম্মদ হাসান বলেন, জিরা, কাটারি ও সুবলতা ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন ১০ থেকে ৩০ টাকা দামে ওঠানামা হচ্ছে। বৃষ্টি হলে বা আমদানি বাড়লে দাম কমতে পারে।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত বলেন, এবার ৩ হাজার ৭৮৭ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার মে. টন চাল। এরই মধ্যে প্রায় ২০ শতাংশ ধান কাটা হয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শসহ নানা সহায়তা দিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।