শরীয়তপুর প্রতিনিধি : “তারুণ্য ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ” – এ স্লোগানে আগামী ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার ও ২৮ মে ২০২৫ ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শরীয়তপুরের কিংডম টাওয়ারে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ। সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাম মাঝি, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি সেলিম হাওলাদার, নড়িয়া উপজেলার আহ্বায়ক উজ্জ্বল শরীফ, জাজিরা উপজেলার রফিকুল ইসলাম, গোসাইরহাটের মেনন ঢালী, ডামুড্যার মাহাবুব আলম বাবু বেপারী। এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কাজী, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর, সদর উপজেলার আহ্বায়ক মিজানুর রহমান ঢালী, সদস্য সচিব সুমন আকন, শরীয়তপুর পৌরসভার আহ্বায়ক রতন হাওলাদার, সদস্য সচিব মোনায়েম মুন্না, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন রাঢ়ী, জাজিরা উপজেলার শাহাআলম আকন, নড়িয়া উপজেলার সদস্য সচিব আজিজুল হাকিম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিশির বেপারী, সখিপুর থানার ভারপ্রাপ্ত সদস্য সচিব বাবু বকাউল, যুগ্ম আহ্বায়ক সুমন মালত, প্রচার সম্পাদক মোহাম্মদ রনি মাদবর, স্বেচ্ছাসেবক দলনেতা সুমনসহ জেলা, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



































































