কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে (দশমাইল মোড়) এলাকার মেসার্স আরিফ ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে একজন মারা যায়। নিহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরি নারায়ণপুর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মামুন হোসেন (৩১)। নিহতের লাশ গতকাল দুপুরে পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।