মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বেরুয়া আব্দুর রাফি খান উচ্চ বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে এলাকার রত্নগর্ভা মায়েদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্যে জননেতা আজম খানের মা ফাতেমুন্নেছা খানম, সাবেক সচিব শেখ মোতাহার হোসেনের মাতাসহ ১১ জন রত্নগর্ভা মাকে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সহজ জীবন বাাংলাদেশ (সজীব) এর সহযোগিতায় সুনাগরিক ছাত্রসংঘ, বেরুয়া, কালীগঞ্জ গাজীপুর এর আয়োজনে “দেখিলে মায়ের মুখ, মুছে যায় সব দুখ” -শিরোনামে বেরুয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরুয়া গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জনতার দলের সদস্য সচিব জননেতা আজম খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সফল সচিব শেখ মোতাহার হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রকাশক আবু ওবাইদ, পরিচালক সহজ জীবন বাংলাদেশ। প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক বিধান চন্দ্র সরকারের সঞ্চালনায় অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা বিদ্যালয় মাঠে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও সজীব এর কর্মকর্তাবৃন্দ।