মাসুদ রানা : মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ‘সি’ ক্যাটাগরিতে আহত ১০১ জনের মাঝে ১ লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমানসহ জুলাই আহত ও তাদের স্বজনরা। এসময় আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন আহতরা।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত তার বক্তব্যে যেকোন প্রয়োজনে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানান। পাশাপাশি এটি কোন সহযোগিতা নয়, সরকারি স্বীকৃতি বলেও জানান তিনি।