মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১১ জনের প্রত্যেককে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার আহতদের আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। চেক বিতরণকালে অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা সার্কেল এএসপি আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহ নেওয়াজসহ কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চেকপ্রাপ্তরা হলেন- বালিগাঁও গ্রামের নিজাম উদ্দিন মোড়লের ছেলে মিনহাজুল ইসলাম, চরপুটনি গ্রামের ছিদ্দিকের ছেলে হারুন মিয়া, ইসলাম, মোঃ ইসমাইল মোড়লের ছেলে মাহামুদুল হাসান, মাজম মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান রাহাত, কাপাইস গ্রামের মোঃ রজব আলী মাঝির ছেলে মোঃ কবির হোসেন, উত্তরগাঁও বেপারী বাড়ী গ্রামের মোঃ কিছমত আলীর ছেলে মোঃ ইসমাইল, উত্তরগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে জাহিদ হাসান, মোক্তারপুর গ্রামের মোহাম্মদ ছাইদুর রহমানের ছেলে আব্দুর রহমান, পৈকরা গ্রামের তৈমুছ আলীর ছেলে তাওহীদ, বক্তারপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে আনিসুর রহমান, উত্তর খৈকড়া গ্রামের মোঃ মাইন উদ্দিনের ছেলে মোঃ মারুফ মিয়া, কলাপাটুয়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ শফিকুল ইসলাম সাহেদ, ছৈলাদী গ্রামের কোব্বাত হোসেন খানের ছেলে আবু হোসেন খান এবং ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র গ্রহণ করেন পৌরসভার ৯নং ওয়ার্ডের শহীদ জুয়েলের পিতা-মাতা।