কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাঁধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটককৃত ট্রাক্টরগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে ধরলা নদীর প্রটেকশন বাঁধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টরগুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটককৃত ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হবে।