স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে। এরই সাথে বিদায় নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের।
তবে দলের হতাশার দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ট্রেন্ট বোল্ট এবং লাসিথ মালিঙ্গার সঙ্গে এখন একই কাতারে অসি পেসার।
পরিত্যক্ত হওয়া ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লি। হায়দরাবাদের সুযোগ ছিল, এই ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকার। কিন্তু ভাগ্য সহায় হয়নি।
ম্যাচের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে করুন নায়ারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান কামিন্স। আইপিএলে এ নিয়ে তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করলেন এই পেসার।
তার আগে তিনবার করে এমন কীর্তি আছে ট্রেন্ট বোল্ট আর লাসিথ মালিঙ্গার। এই তিনজনের ওপরে শুধু একটি নাম-মোহাম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি চারবার ভারতীয় এই পেসারের।