লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবরের নেতৃত্বে এস আই রেজাউল করিম, এস আই নিরুপম রায়, এএসআই মিলন রায় সঙ্গীয় ফোর্সসহ মহিষখোচা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল, একটি ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেলসহ আসামী মোঃ মশিউর রহমানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় এসআই রেজাউল করিম এবং এসআই নিরুপম রায় বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু প্রক্রিয়াধীন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর, জানান গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করে পুলিশ।