স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ সোমবার। সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছেন তানভীর ইসলাম ও খালেদ আহমেদরা। অর্থাৎ জয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশের দরকার ১৪৮ রান।
নিউজিল্যান্ডকে ১০০ রানের আগেই অলআউট করে দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কেননা ৮৫ রানেই কিউইদের ৯ উইকেটের পতন ঘটিয়েছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের ১০ উইকেটের জুটিতে ভুগেছে লাল-সুবজের প্রতিনিধিরা। শেষ উইকেটের জুটিতে ৬২ রান তুলে দলীয় সংগ্রহ ১৪৭ এ নিয়ে গেছে কিউইরা।