মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পানি কাটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গতকাল রবিবার বিকেল ৫টায় এলুয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও এলুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টারসহ পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল, যুবদল। এছাড়া ফুলবাড়ী উপজেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এলুয়ারি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। দুইবার দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমার দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক বিচক্ষণ নেতা। তাই তিনি সঠিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা করি।
বিশেষ অতিথি মাওলানা নবী উল ইসলাম বলেন, আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন তা ৫ আগস্টের পরে নয়, এটি ২০২৩ সালেই দেওয়া হয়েছে যা মানুষের কল্যাণে ও রাষ্ট্র মেরামতে কাজ করবে।
বিশেষ অতিথি মোঃ সাহাজুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কারণ তিনি আমাদের একজন যোগ্য ও সুচিন্তিত নেতা। তিনি কোন হাইব্রিড নেতাকে দলীয় মনোনয়ন দিবে না বলে প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যেতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন তাদের মধ্যে থেকে দলীয় মনোনয়ন দিবেন আমার দলের নেতা দেশনায়ক তারেক রহমান।