ইয়ানূর রহমান : যশোর শহর ও পার্শ্ববর্তী এলাকায় গত রবিবার দুপুরে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। যশোরের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য মতে জানা যায়, ঝড়-বৃষ্টির সাথে ব্যাপক শিলা পতনের ফলে উঠতি ইরি-বোরো ফসল ও বিভিন্ন ফলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর, বেনেয়ালি, হাপানিয়া লাউখালী, ভাগলপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
রসুলপুর গ্রামের হযরত আলী জানান, বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ায় উঠতি ইরি-বোরো ফসল ধান এবং পটল, শিম, বরবটি, পুঁই শাকসহ নানা সবজি এবং আম, লিচুসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
চুড়ামনকাটি থেকে সাংবাদিক বিল্লাল হোসেন জানান, দুপুর আঢ়াইটার দিকে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ক্ষেতের ও পটল চাষীদের। এছাড়া শিলাবৃষ্টিতে অনেক টিনের ঘর ফুটো হয়ে গেছে বলেও খবর মিলেছে।
ছাতিয়ান তলা গ্রামের তেহৗহিদুল ইসলাম জানান, হঠাৎ শিলাবৃষ্টিতে তার ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি আশঙ্কা করছেন। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি মনে করেন। এছাড়া তার পটলের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান। মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টি ও ঝড়ে এ এলাকার কৃষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খাজুরা থেকে সাংবাদিক ফরহাদ হোসেন জানান, এলাকার বিভিন্ন স্থান থেকে তিনি ব্যাপক শিলাবৃষ্টির খবর পেয়েছেন। লেবুতলা, দলেননগর, শরশুনাদহ, এনায়েতপুরসহ বিভিন্ন গ্রামে শিলাপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি
জানান।