রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারে গতকাল বুধবার গুরু পূজা, গুণীজন সম্মাননা, কালগত জ্ঞাতীগণের উদ্দেশ্যে সংঘ দান ও কৃতজ্ঞতা নিবেদন, ধর্মসভা জ্ঞাতী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব আবুরখীল নন্দন কানন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মদূত সোবিতানন্দ মহথের। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।
রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং রাউজান মধ্যমনি জেতবন ভাবনা কমপ্লেক্সের নবরূপকার সধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি মনোনীত হওয়ায়, মহামুনি মহাবিহারের নবরুপকার রাজগুরু অভয়ানন্দ মহাথের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোনীত এবং থাইল্যান্ড হতে মহাকরুনা উপাধিতে ভূষিত হওয়ায় একই সাথে উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্নানন্দ থের মহাথের অভিধায় অভিষিক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের, পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার কমিটি এবং প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের প্রতি যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।