আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬নং এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাঠিয়াডেঙ্গা গাজিরপাড়া ডলু নদীর ভাঙ্গনে দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সড়ক, মসজিদ, বাড়িঘর, কবরস্থানসহ আরো অনেক কিছু।
ডলু নদীর পাড়ের সাথে হারিয়ে যাচ্ছে চলাচলের পথ, আতঙ্কে পুরো গ্রামবাসী। সাতকানিয়া উপজেলার ৬নং এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাঠিয়াডেঙ্গা, ৭নং ওয়ার্ড গাজীরপাড়া ডলু নদীর ভাঙ্গনে নদীর পাড়ের সাথে হারিয়ে যাচ্ছে চলাচলের পথ। সাতকানিয়া উপজেলার ৬নং এওচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ডলু নদীর সড়কে এ ভাঙ্গন দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বর্ষার আগে ভাঙ্গন এলাকা সংস্কার করা না হলে লোকালয়ে ঢুকে যাবে ডলু নদীর পানি। এতে আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গ্রামবাসী। নদীর করাল ভাঙনে শুধু বিলীন হয়নি চলাচলের পথ- প্রতিদিনি ধসে যাচ্ছে হাজার হাজার মানুষের স্বপ্ন, নিরাপত্তা আর স্থিতি।
জানা যায়, প্রতি বর্ষায় পানির স্রোতে ডলু নদীর একই স্থানে একটু একটু করে ভাঙ্গন দেখা দেয়। একাধিকবার এলাকাবাসীর উদ্যোগে সংস্কারও করা হয়েছে। কিন্তু গত বর্ষায় ভারি বর্ষণে তীব্র পানির স্রোতে ওই স্থানে সড়কসহ পার্শ্ববর্তী ভিড়ে মাটি পুরোটাই বিলীন হয়ে গেছে। ডলু নদীর পাড়ের সড়কটি ছিল এলাকার প্রাণ। যাতায়াতের প্রধান সড়ক। কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, রোগী নিয়ে হাসপাতালে ছুটে চলা সবাই চলতো এই সড়ক দিয়ে। আজ সেই সড়ক নদীগর্ভে বিলীন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ডলু খালের ভাঙ্গন এলাকা দেখেই বোঝা যায়, বর্ষা শুরু হলে বিপদ কয়েকগুণ বেড়ে যাবে। এই বর্ষায় ভাঙ্গন দিয়ে পানি ঢুকলে আশপাশের ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘর ঝুঁকিতে পড়বে। মাটি দেবে গেছে প্রায় ৭০-৮০ ফুট। শিশু শিক্ষার্থীরা ডলু খালের পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে যাচ্ছে প্রতিনিয়ত বিপদ জেনেও।
স্থানীয় এক বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সার্জেন্ট (অব:) আলহাজ্ব ইঞ্জিনিয়ার সামশুল আলম ডলু নদীর ভাঙ্গন এলাকায় টেকসই বাঁধ নির্মাণ দাবি জানিয়েছেন।
এছাড়া স্থানীয়রা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-মাদ্রাসার শিক্ষকরা জানান, ডলু নদীর ভাঙ্গন এলাকা দিয়ে প্রতিদিন কোমলমতি শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে স্কুল মাদ্রাসায় যাতায়াত করে।
এবার ঈদুল ফিতরের পরে সামাজিক সংগঠন একুশে প্রজন্মের সদস্যদের আপাতত নদীর পাড় ভেঙ্গে লোকালয়ে যেন ডলু নদীর পানি না যায় এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মাটি ভরাট এবং বালি সিমেন্ট দিয়ে বাঁধ নির্মাণ করার চেষ্টা অব্যাহত রয়েছে। এই কাজে বিভিন্ন সামাজিক সংগঠন ও মহৎ ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
এলাকার বিশিষ্টজনরা বলেন, সরকারি বরাদ্দ বা সহযোগিতা ছাড়া এই ভাঙ্গন রোধ করা সম্ভব নয়।
সচেতন এলাকাবাসী জানান, পশ্চিম গাঠিয়াডেঙ্গা ডলু নদীর গাজীরপাড়া ভাঙ্গনে দিন দিন ভেঙ্গে যাচ্ছে চলাচলের পথ ও পাশে থাকা ঘর-বাড়ি। এই ভাঙ্গনের কারণে আজ একটি খন্দকার পাড়া নামক পাড়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শত শত মানুষ গৃহহারা হয়েছে। অতীতে হারিয়েছে অনেকে স্বজন এবং ভিটেমাটি। এমনকি কবরস্থান থেকে লাশও ভাসিয়ে নিয়ে গেছে অন্যত্র এই সর্বনাশা ডলু নদীর ভাঙ্গনের কারণে।
বর্ষার আগে ভাঙ্গন এলাকা সংস্কার করা না হলে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। ২০২৩ সালে বন্যার কারণে ডলু নদীর বিশাল অংশ পাড় ভেঙ্গে মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকান, ঘর-বাড়ি ও অনেক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সামাজিক ও মানবিক সংগঠন ইকরা পরিষদের উদ্যোগে স্থানীয় সচেতন দানবীর সামাজিক মানবিক ব্যক্তিরা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ইকরা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক চলাচলের উপযোগী করে তোলে। কিন্তু স্বাভাবিক টেকসই সড়ক তৈরি করতে হলে সরকারি বরাদ্দ ছাড়া সম্ভব নয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সার্জেন্ট (অব:) ইঞ্জিনিয়ার শামসুল আলম বলেন, বিগত দিনে এলাকাবাসীর যৌথ উদ্যোগে ভাঙ্গন এলাকা কয়েকবার সংস্কার করেছি। কিন্তু বর্ষায় পানির স্রোতে তা ভেস্তে যায়।
গত বর্ষায় ভারি বর্ষণে তীব্র স্রোতে অনেকখানি ভেঙ্গে গেছে। ইঞ্জিনিয়ার সামশুল আলম বাড়ি সংলগ্ন ডলু নদীর পাড় এলাকায় প্রায় ২শ, ৩শ ফুট দীর্ঘ সড়ক একেবারে বিলীন হয়ে যাচ্ছে। যার ফলে এ সড়ক দিয়ে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে এলাকাবাসী। আসন্ন বর্ষায় খালের ভাঙ্গন এলাকা দিয়ে পানি লোকালয়ে ঢুকে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সামাজিক দায়বদ্ধতা থেকে ইকরা পরিষদ সাতকানিয়া সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি সোলতান মাহমুদ তাদের এক অনুষ্ঠান থেকে এলজিইডির প্রধান প্রকৌশলী হাসান আলীকে পরিদর্শন করায়। ইকরা পরিষদের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যদের ও এলাকাবাসীকে আশ্বস্ত করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন।
তিনি বলেন, ভাঙ্গনের অবস্থা খুবই খারাপ যেকোনো মুহূর্তে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হবে যদি এখনই পদক্ষেপ না নেয়। এই ভাঙ্গনের কারণে অনেক সড়কের অবস্থা খারাপ হয়ে যাবে।
ডলু খালের ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শনপূর্বক সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, ডলু খালের ভাঙনে সড়কের কিছু অংশ বিলীন হওয়ার বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।