শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : জেলা প্রশাসক
কাজী সাব্বির আহমেদ দীপু : মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত গতকাল সোমবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবকদের জন্য নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করেছেন। পরে স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এসময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের অধ্যাবসায়ে মনোনিবেশ করতে হবে। কোন কিছুকে অবহেলা করে কালক্ষেপণ করা যাবে না।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হতে হবে। যেকোন সমস্যায় বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।
এসময় তিনি শিক্ষার মান বৃদ্ধি, উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ যাবতীয় কর্মকান্ড সম্পাদন করে শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক ও শিক্ষকদের করণীয় বিষয়ে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শরীফ উল্যাহ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন। একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট হযরত আলী, স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি মোঃ হোসেন লিটন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ড. মোঃ জাকির হোসেন ও স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন অভি। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।