আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সোলতান আহমদের ৬ সন্তানের মধ্যে ২ ভাই ৪ বোনের মধ্যে জন্মের পর থেকে আহমদ হোসেন প্রতিবন্ধী। ছেলে আহমদ হোসেন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজানিত বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারে উপার্জনের কোন ব্যক্তি না থাকায় অনাহারে অর্ধহারে কাটছে তাদের জীবন। প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না এবং অন্যান্য কোন সরকারি কোন ভাতা সুযোগ-সুবিধা পাচ্ছে না। তাই এই প্রতিবন্ধী পরিবারটি চরম দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। অসহায় ওই পরিবারটির সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী প্রতিবন্ধী হওয়ায় খুব কষ্টে জীবনযাপন করছে তারা। সরকারের সংস্থা ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে পরিবারটি ভালোভাবে চলতে পারবে।
প্রতিবন্ধী ব্যক্তির মা জানান, একটি অস্বাভাবিক ছেলে মানুষ করতে এ যুগে খুব কষ্ট করতে হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। আহমদ হোসেনসহ ৩ সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। মেয়েগুলো সব মাদ্রাসায় পড়ে। বড় মেয়ে জান্নাতুল নাঈম (ছাত্রী) সপ্তম শ্রেণিতে, মেজ মেয়ে জান্নাতুল মাওয়া ছাত্রী চতুর্থ শ্রেণিতে ও ছোট মেয়ে জান্নাতুল মাহিয়া প্রথম শ্রেণিতে মাদ্রাসায় অধ্যায়নরত। স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা: আদর্শ পাড়া, হোল্ডিং নং-২০, গ্রামঃ উত্তর রামপুর, ৫নং ওয়ার্ড, ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন, খানা/উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
উপজেলা সমাজসেবা অফিস থেকে কোন সরকারি সহযোগিতা পেলে খুবই উপকৃত হবে এই প্রতিবন্ধী ভ্যান চালক আহাম্মদ হোসেন। এই প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা ও মেয়েদের শিক্ষা উপবৃত্তির আওতায় আনলে উপকৃত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শারীরিকভাবে প্রতিবন্ধী, পাগল, অসুন্দর, দরিদ্র এবং দুর্বলদের নিয়ে কোনো পরিহাস করা উচিত নয়। আমাদের বুঝতে হবে, যেকোনো পরিস্থিতিতে আমরা তথাকথিত সুস্থ মানুষও এমন অস্বাভাবিক হয়ে যেতে পারি। সবাই এগিয়ে আসুন এই দিনমজুর ভ্যানচালক বুদ্ধি প্রতিবন্ধী আহমদ হোসেনকে সহযোগিতা করে তার পরিবারকে সুন্দরভাবে বাঁচতে সহযোগিতা করুন।
আহমদ হোসেন জানিয়েছেন, তাকে যদি একটি নতুন ভ্যান দিয়ে সহযোগিতা করে তাহলে তার আর কোন কারো সাহায্যের দরকার নেই এবং তার ঘরের অবস্থাটাও খুবই শোচনীয়, যেখানে থাকার কোন পরিবেশ নাই। কিছুদিন পূর্বে কিছু টাকা দিয়ে ঘর ঠিক করলেও আবার আগের মত জরাজীর্ণ হয়ে গেছে।