আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ কর্নেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ কাশেম, পিএসসিকে। এছাড়া পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ কাশেমকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন সামজিক সংগঠন, ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি কর্নেল (অব:) মোঃ কাশেম পিএসসি এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সকলের সহযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ সকল উন্নয়নের জন্য চেষ্টা করে যাবো।
তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শ্রেণিকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদানের উপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান।
নবনির্বাচিত সভাপতি কর্নেল (অব:) মোঃ কাশেম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মরহুম মুফতি মাওলানা সোলতান আহমদ এর কৃতি সন্তান। তিনি বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর রেজিস্ট্রার হিসেবে দায়িত্বরত রয়েছেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে এবং সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ২৮ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন।