ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের ডোমরাকান্দিতে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ফরিদা ইয়াছমিন ও প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিম।
এছাড়াও ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডি-৭ প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা এর উপ-পরিচালক ডাঃ মেহেদী হাসান ভূঁইয়া ও প্রাণিসম্পদ বিভাগে কর্মরত কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।