মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে আহত মিন্টু মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের খান্দারপাড় গ্রামের মন্টু মোল্লার প্রতিবেশী তপন বৈরাগীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৪ এপ্রিল সোমবার পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের তপন বৈরাগী, স্বপন বৈরাগী, গৌর বিশ্বাস, সুধীর বৈরাগী, কানাই বিশ্বাস, দিলীপ বিশ্বাস, নিতাই বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, বিও বিশ্বাস, দুখীরাম ভক্ত, কার্তিক ভক্তসহ ১০/১২ জন মিলে মন্টু মোল্লাকে বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মন্টু মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মারা যান। মন্টু মোল্লার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



































































