বরগুনা প্রতিনিধি : সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি গত মঙ্গলবার বরগুনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন এবং শক্তিশালী করতে বিভিন্ন সময়, বিভিন্ন রাজনৈতিক দলের সরকার মূলা ঝুলিয়ে তাদের মুখ বন্ধ রাখেন। ফলে দেশ গঠনের ৫৪ বছর ধরে সাংবাদিকরা যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তৃতীয় পক্ষের কূটকৌশলে জাতির বিবেক খ্যাত পেশাটি বিবেকশুন্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যে, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন। কিন্তু তা আদৌ হবে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন, ভালো কথা। কিন্তু এসব বাস্তবায়ন করতে হলে গণমাধ্যম মালিকসহ স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করতে হবে।
গণমাধ্যম কমিশনকে সাংবাদিকদের তালিকা ও নিয়োগ নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকদের তালিকা ও নিয়োগ নীতিমালা না থাকায় কথায় কথায় সাংবাদিক ছাঁটাই, হয়রানির ঘটনা ঘটছে। এছাড়া ঈদ এবং পূজোয় সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে উৎসব ভাতা প্রদানসহ গণমাধ্যম শিল্পকে বাঁচাতে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
ফোরামের জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



































































