বাগেরহাট প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর আয়োজনে ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে এক পরামর্শ সভা গতকাল রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবীর সভাপতিত্বে পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. নওরোজ মহীত। এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সনাক এর সহ-সভাপতি ফিরোজা নাসরিন ডলি, সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক অসীমা ঘোষ, সদস্য অধ্যাপক খান সালেহ আহমেদ, এসিজি সহ-সমন্বয়কারী আফসানা মিমি, রিজভী সুলতানা কেয়া, সাদিয়া শেফা, ইয়েস সদস্য সুমাইয়া আক্তার বৃষ্টি, সামিনা নুসরাত প্রমুখ।
সভায় ভূমি খাতে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সনাক এর অ্যাক্টিভ সিটিজেনন্স গ্রুপ (এসিজি) পরিচালিত কমিউনিটি মনিটরিং এবং কমিউনিটি অ্যাকশন সভায় প্রাপ্ত সমস্যা ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভূমি সেবা প্রদানে সহজীকরণ, তথ্য উন্মুক্তকরণসহ ভূমি সেবা বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত কয়েক মাসের তুলনায় বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের সেবা কার্যক্রম আরো গতিশীল হয়েছে। অন্যান্য উপজেলার তুলনায় বাগেরহাট সদর উপজেলায় নিষ্পত্তির পরিমাণও বেশি। এখন আরো দ্রুত সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। সেবাগ্রহীতাদের সচেতন হতে হবে এবং দালালের কাছে না গিয়ে নিজে সরাসরি সেবা গ্রহণ করতে হবে।



































































