সৈয়দ মেহেদি হাসান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, চুরি-ডাকাতি, অপপ্রচার, গুজব, অবৈধভাবে মাটিকাটা রোধসহ নিরপরাধ মানুষ যাতে মামলায় হয়রানির শিকার না হয় সেলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে গত রোববার সকাল সাড়ে ১০টায় থানা কম্পাউন্ডে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং এস আই মাসুদ রানার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়নভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানান।
অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি তার স্বাগত বক্তব্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও অপরাধীদের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উপজেলাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ নানা শ্রেণিপেশার মানুষ।



































































