নিজস্ব প্রতিবেদক
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। নতুন দাম এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে এলপিজির মূল্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ৮৯ পয়সা বাড়িয়ে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৭ টাকা ৭৪ পয়সা। গত মাসে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৮৫ পয়সা ছিল।
২০২৪ সালে এলপিজির দাম ৪ দফা কমানো হয়েছিল, তবে বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। অপরদিকে, এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল এবং ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের মূল্য যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই মূল্যের ভিত্তিতে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ব্যবসায়ী ও সাধারণ জনগণ বলছেন, এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার ফলে তাদের ব্যয় আরও বেড়ে যাবে। পরিবহন খাতেও এর প্রভাব পড়বে, যা সামগ্রিকভাবে বাজারে দ্রব্যমূল্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও স্থানীয় পর্যায়ে এলপিজির দাম স্থিতিশীল রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।



































































