নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমখাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমি খুব বড়লোকের ছেলে না। আমার বাবাও শ্রমিক ছিলেন। আমি সবসময় শ্রমিকদের পক্ষে ছিলাম, এখনো আছি।
বুধবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক অংশীজন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট।
শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবই আমাদের দেখতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করবো। এর ফলে দেশে শ্রমমানের উন্নতি ঘটবে। রপ্তানি বাড়বে। আমাদের শিল্প সম্প্রসারণ হবে।
তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেইফটি, দক্ষতা উন্নয়ন ও গবেষণায় কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এনওএসএইচটিআরআই) হবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’। দ্রুত পুরোদমে এর কার্যক্রম শুরু করতে হবে। আজকের কর্মশালা থেকে পরিকল্পনা করে রোডম্যাপ তৈরি করতে হবে।
আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রম মানদন্ড বাস্তবায়নে এনওএসএইচটিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



































































