নাটোর প্রতিনিধি : নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ মঞ্চ ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে পূর্বনির্ধারিত এ ছাত্র সমাবেশের ডাক দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। গত বুধবার দুপুর ২টায় বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ এ মঞ্চ ভাংচুর করে।
জানা যায়, দুপুরে শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সভা চলাকালে বিভিন্ন দলের ছাত্র সংগঠনের ও বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল জনতা মিলনায়তনের বাইরে বিশৃঙ্খলা করে। পুলিশ এসে তাদের সরিয়ে দিলে তারা নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তৈরি সভা মঞ্চ ভাংচুর করে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শিশির মাহমুদ বলেন, ছাত্রদের সংগ্রামকে বিতর্কিত করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করেছে। তারা আমাদের মঞ্চ ভাংচুর করেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মঞ্চ ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।



































































