যশোর প্রতিনিধি : যশোরে গত রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বিমান বাহিনীর আবহাওয়া অফিস। এটা চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ বৃষ্টি। মাত্র ১৫ ঘণ্টায় এত ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিতে হয়েছে জলাবদ্ধতা। অনেক জায়গায় বাড়িঘরে পানি উঠে গেছে। রান্না, খাওয়ার ব্যবস্থাও নেই সেখানে। যশোরের পল্লীতে অনেক নীচু এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা চললে অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর শহরের উপশহর, খড়কি, বারান্দিপাড়া, রেলগেট এলাকা, বেজপাড়া, টিবিক্লিনিক এলাকা, শংকরপুর, লিচুতলা, খড়কি, কদমতলাসহ ৮টি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন রয়েছে। প্লাবিত অঞ্চলগুলোতে মানুষের ভোগান্তি বাড়ছে, চলাচলও বিঘ্নিত হচ্ছে।



































































