অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার রামনগর গ্রামের আমতলা-চন্দ্রপুর সড়কের পাশে ওয়াপদা খাল পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম মিম খাতুন (২০)। তিনি উপজেলার রামনগর গ্রামের ইয়াছিন মোল্যার মেয়ে। মিম খাতুনের শ্বশুরবাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সিলুমপুর গ্রামে। তার স্বামীর নাম রমজান আলী। বিয়ের পর থেকে মিম তার বাবার বাড়িতে থাকতেন। তার ১১ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
এলাকাবাসী ও নিহতের বাবা ইয়াছিন মোল্যা জানান, মিমের মা বেঁচে নেই। মিম আমার বাড়িতে থাকত। গত রাত ১১টার দিকে মিম আমাকে ভাত খেতে দেয়। ভাত খেয়ে আমি পাশের বিলে মাছ ধরতে যাই। এরপর মিম তার সন্তানকে নিয়ে বাড়ির এক কক্ষে এবং তার ছোট দুই ভাই অপরকক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মিমকে আর পাওয়া যায়নি। পরে শুনি খালের পাড়ে মিমের লাশ পওয়া গেছে। এরপর আমরা গিয়ে মিমের হাঁটু থেকে মাথা ওয়াপদা খালের পানির মধ্যে এবং হাঁটু থেকে পা খালের পাড়ের মাটিতে দেখতে পাই। তার গলার বাম পাশে দুটি কালচে দাগ এবং মুখের চোয়ালে হালকা দাগ রয়েছে। কিভাবে মারা গেছে কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিকুল ইসলাম বলেন, মিম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার শরীরের বাইরে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



































































