চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট টু শায়েস্তাগঞ্জ রোডে চাঁনভাঙ্গা নামক স্থানে কোম্পানীর কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলো- চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের করম আলীর মেয়ে হেনা আক্তার মিয়া (১৪), টাঙ্গাইলের হানিফ মিয়া (৪৫) ও উপজেলার ঝিকুয়া গ্রামের জমির আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯)। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি অটোরিক্সাকে চাঁনভাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তারা তিনজন মারা যায়। এদিকে আহত আরো ২ জনকে চুনারুঘাট হাসপাতালে পাঠানো হলে গুরুতর অবস্থায় তাদের দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।



































































