আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক লাখ ৮৭ হাজারেরও বেশি বাসিন্দা বাস্ত্যুচ্যুত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি।
জাতিসংঘের ৮৩টি স্কুলে আশ্রয় নিয়েছেন অন্তত এক লাখ ৩৭ হাজার বাসিন্দা। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) মাঠ দপ্তর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বিতরণ কেন্দ্র বন্ধ থাকায় প্রায় পাঁচ লাখ মানুষ এই সপ্তাহে জাতিসংঘের রেশন পাননি। গেল শনিবার ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।
আল জাজিরা জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নয় শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় নিহত হয়েছেন ৭০৪ ফিলিস্তিনি। সোমবার গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রী সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দেন। এদিন রাতভর গাজায় হামলা চলে।
গাজায় সর্বাত্মক অবরোধের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ আরোপের সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত। এই অবরোধ সেখানে পরিস্থিতির অবনতি ঘটাবে। তিনি বলেন, সর্বশেষ লড়াই শূন্য থেকে উদ্ভূত হয়নি, বরং এক দশকের দীর্ঘ দখল থেকে উদ্ভূত, যার কোনো শেষ নেই।



































































