কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোর জেলার কেশবপুর হরিহার নদীর উপর ভাসমান সবজির চাষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে মধ্যকুল গ্রামের প্রায় শতাধিক জেলে কৃষক পরিবার। নাব্যতাহীন নদীতে জমে থাকা কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে তার উপরে সবজি চাষ করে তারা এখন স্বাবলম্বী হয়েছে।
কেশবপুর মধ্যকুল গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে হরিহর নদী। নদীর পাড়ে মধ্যকুল রাজবংশী পাড়ার প্রায় শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করতেন নদীতে মাছ শিকার করে। কিন্তু কালের বিবর্তনে নদীর নাব্যতা হারিয়ে যায়। নাব্যতা হারা নদীতে কচুরীপানা জন্মে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। বন্ধ হয়ে যায় শতাধিক জেলে পরিবারের জীবিকা নির্বাহ। সেই সাথে নদীর তীরে রাজবংশী পাড়ার জেলে পরিবারের উপর নেমে আসে বেকারত্বের অভিশাপ। এসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তর। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে নদীর উপর জমে থাকা শেওলাকে কাজে লাগিয়ে ভাসামান বেড তৈরি করে ভাসমান সবজির চাষ করতে হয়। আর জেলে পরিবারের কৃষকেরা তাদের নেওয়া এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। তারা এখন নদীতে ভাসমান সবজি চাষ করে সংসারের স্বচ্ছলতা ফেরাতে নতুন স্বপ্ন দেখছে।
এলাকার কৃষক তপন বিশ্বাস বলেন, আমাদের কোনো চাষের জমাজমি নেই। এখন নদীর উপর কচুরিপানা দিয়ে ভাসমান সবজি চাষ করে সংসারের স্বচ্ছলতা ফেরাতে পেরেছি। নদীর উপর ৩৪টি ভাসমান বেড তৈরি করে তার উপরে লাল শাক, পুঁইশাক, লাউ, কুমড়া, শীতকালীন সবজি পালং শাক, ওলকপি, বাঁধাকপি এমনকি ফুলকপিও চাষ করে সফলতা পেয়েছি।
কৃষি অধিদপ্তরের মধ্যকুল ব্লকের উপর সহকারী কৃষি অফিসার অনাথবন্ধু দাস বলেন, হরিহর নদীতে কচুরিপানা জমে পড়ায় তারা বেকারত্ব সমস্যায় ভুগছিল। তাই তাদেরকে ভাসমান সবজি চাষের পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় শতাধিক কৃষক জেলে প্রশিক্ষণ নিয়ে এই ভাসমান সবজির আবাদ গড়ে তুলেছে।



































































