বিপুল কর্মকার,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-ভাংরা সংযোগ সেতুটি এখন মৃত্যু ফাঁদে রুপান্তরিত হয়েছে।বন্ধ হয়ে গেছে ছোট বড়ো সব ধরনের যানবাহন চলাচল। সেতুটির এমনই ভগ্নদশা, যে কোন সময় ধষে পরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এটি দশমিনা-বাউফলের অন্যতম সংযোগ সেতু হওয়াতে ওই এলাকার জন সাধারনের কাছেএটিঅত্যান্ত গুরুত্বর্পুনসেতুটির পশ্চিম দিকে রয়েছে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রাম। আর র্পুব দিকে রয়েছে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রাম। ৩২ মিটার র্দৈঘ্য এবং ৩ মিটার প্রস্তরে এই সেতুটি ওই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে।কংক্রিটের ঢালাইয়ে নির্মিত সেতুটির বিভিন্ন্ন স্থানের ঢালাই ধসে গিয়ে রডের জালি বেরিয়ে গিয়ে মানুষের পায়ে হেটে চলাচল করাও বন্ধ হয়ে গেছে। ভেংয়ে পরেছে বিভিন্ন অংশেরদুই পাসের রেলিং। দুই পাশের সংযোক সড়কের অবস্থাও প্রচন্ড খারাপ। র্দীঘদিন যাবত মেরামত না হওয়ায় সংযোগ সড়কের মাটি ব্রিজের থেকে দুই-তিন ফুট নিচে দেবে গেছে । ভাংরা গ্রামের জয়নাল হাওলাদার বলেন,বৃদ্ধ, শিশুরা এবং মহিলারা এই ব্রিজে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। বেতাগী গ্রামের মনোয়ারা বেগম বলেন,৫-৬ বছর পর্যন্ত ব্রিজটি এ অবস্থায় পরে আছেবিকল্প কোন পথ না থাকায় এই ব্রিজ দিয়েই ঝুকি নিয়ে মানুষের চলাচল করতে হয়। ইয়াসমিন বেগম, সেতুটির এই অবস্থার হওয়ার কারনে আমার অসুস্থ মাকে হাসপাতালেনিয়ে চিকিৎসা করাতে পারছি না।এ ব্যাপারে বেতাগী সানকীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিউর রহমান ঝন্টু বলেন,ব্রিজটির অবস্থা অত্যান্ত নাজুক। আমি সংসদ সদস্য মহদয়ের সাথে সেতুটির ব্যাপারে বলেছি,তিনি সেতুটি পুনঃনির্মানে ব্যাবস্থা নিবেন বলে আস্বাস দিয়েছেন। দশমিনা উপজেলা প্রকৌশলি এলজিইডি মোঃ মকবুল হোসেন বলেন, ব্রিজটির প্রস্তাবনা পাঠানো হয়েছে।



































































