পোরশা, নওগাঁ প্রতিনিধ : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামে সকাল ১১ টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন এবং আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে স্বপ্ন স্বারথী দা ড্রিমার মানে যে স্বপ্ন দেখে এবিষয়ে ২৫ জন কিশোরীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইচার্জ মোঃ জহুরুল হক, সামাজিক ক্ষমতায়ন এবং আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা মোঃ ওয়াসম উদ্দীন, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান বাবু, ব্র্যাক ওয়াশ এর কর্মকর্তা মোঃ বকুল হোসেন, পল্লী সমাজের সভপতি মোসাঃ সফুরা খাতুন, সহ সভাপতি মোসাঃ নরগিস পারভীন সহ ব্যক্তিবর্গ প্রমুখ।
পোরশায় স্বপ্ন স্বারথী বিষয়ে কীশোরীদের নিয়ে ব্র্যাক এর উঠান বৈঠক অনুষ্ঠিত
by Newseditor
by Newseditor



































































