আবুল কালাম আজাদ (রাজশাহী) : চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা রুটে চলাচলকারী একমাত্র বিরতিহীন বনলতা ট্রেনের ৩টি যাত্রীবাহী বগি কমিয়ে দিয়েছেন রেলকতৃপক্ষ।
এর ফলে সাধারণ (শোভন চেয়ার) আসনের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ২০ আসনের টিকিট বাতিল করা হয়েছে। এতে করে ঢাকায় গমনেচ্ছু অধিকাংশ নিয়মিত যাত্রীরা ট্রেনে যাতায়াত না করতে পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কবে নাগাদ এই সঙ্কটের নিরসন হবে বলতে পারছেন না
পশ্চিমাঞ্চল রেলওয়ের বড় কর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩ টি বগিতে যাত্রীবহন করে নিয়মিত রাজধানী ঢাকা যায় বনলতা ট্রেন। ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য বরাদ্দ রয়েছে ১৯৬টি আসন। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিট ২০টি। বনলতা থেকে কমিয়ে নেওয়া ওইসব বগিগুলোর মধ্যে একটি বগি ছিলো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য, আর সে বগিটি কমিয়ে নেওয়ার ফলে শীতাতপ নিয়ন্ত্রিত আসনে বসে ঢাকা যেতে পারছেন না যাত্রীরা। এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন তারা।
বনলতা ট্রেনের বগি কমে যাওয়ায় টিকিট না পেয়ে অনেকই ঘুরে যাচ্ছেন। রবিউল ইসলাম নামের একযাত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে টিকিট নেওয়ার জন্য রেলওয়ে স্টেশনে এসেছেন কিন্তু তিনি টিকিট না পেয়ে ফিরে যাছেন।
তিনি আরো বলেন,স্টেশনে খোঁজ নিয়ে যখন জানতে পারলেন, ততোক্ষণে অন্যান্য সাধারণ আসনগুলোও বুকিং হয়ে গেছে। তাকে বাধ্য হয়ে বাসে ঢাকায় যেতে হবে।
জরুরী প্রয়োজনের তাগিদে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলেন আব্দুর মান্নান। তিনি বলেন, জরুরী চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া প্রয়োজন। এছাড়াও এক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবো। তাই রেলওয়ে স্টেশনে ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের টিকিটি কাটতে এসেছিলাম। টিকিট পাইনি, খালি হাতে ফিরে যাচ্ছি। ট্রেনের টিকিট পেলে বাসে যাতায়াত করি না। বাসের যাতায়াত করতে অনেক কষ্ট হয়, তাই ট্রেনেই যাতায়াত করি। বাসের টিকিট কেটে ঢাকায় যাওয়ার ভাড়া সাড়ে ৮০০ টাকা, আর ট্রেনের ভাড়া মাত্র ৪২৫ টাকা। বাসে করে ঢাকা যাওয়ার ভাড়াতেই ট্রেনে যাতায়াত করা যায়।
এছাড়া ট্রেন ভ্রমন নিরাপদ ও আরাম দায়ক।
চাঁপাইনবাবগঞ্জ রেলওলের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, বনলতা ট্রেনের ৩টি বগির চাকায় ক্রটি হওয়ায়ার কারণে মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ থাকা ২০ টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিট বাতিল করা হয়েছে। এসি কোচের টিকিট না পেয়ে অনেকই ফেরত যাচ্ছেন। কবে নাগাদ এই যান্ত্রিক ত্রুটির নিরসন হবে এটা সঠিকভাবে বলতে পারছি না।



































































