লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে প্রথম কার্যদিবসে নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন আবু নাছের ভূঁঞা সুমন। গত মঙ্গলবার রাজসিক নাটোর জেলার ২৩তম ডিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপির একান্ত সচিব (পিএস) উপ-সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের জেলা প্রশাসক এবং নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহী জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়। ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবু নাছের ভূঁঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব, নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশালের বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার এবং গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।



































































