গোপালগঞ্জ প্রতিনিধি
“৩১ তম বর্ষে সবুজায়নে শক্তি” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের ৫৫টি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৫০টি করে গাছের চারা লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসন চত্বরে ৫০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ আম্রপালি আমের চারা রোপণের মাধ্যমে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (অডিট) খাদেম আহমেদ, এরিয়া সুপারভাইজার শেখ শাহীন হোসেন, ট্রেইনি সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, ফাইন্যান্স সুপারভাইজার শিশির কুমার দাস, শাখা ব্যবস্থাপক মোঃ মহাসীন, মোঃ কামাল হোসেন, একাউন্টটেন্ট মোঃ অহিদুল ইসলামসহ গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



































































