আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন আত্রাই কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার আমিরুল ইসলাম, ইফা আত্রাইয়ের ফিল্ড সুপারভাইজার মাজেদুর রহমান, মডেল কেয়ারটেকার আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, কেন্দ্র শিক্ষক মাওলানা শাহ আলম, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ। এর আগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।



































































