পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো দর্শনার্থীর ঢল। গত শনিবার বিকেল ৩টায় উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টি মাঠে এ ঘোড়দৌড় খেলা স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতাবাদী জিয়াউর রহমান জনির ব্যক্তি উদ্যোগে আয়োজন করা হয়।
জানা যায়, এ ঘোড়দৌড় প্রতিযোগিতা খেলার প্রচারণা গত দুই সপ্তাহ আগে এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আবার স্থানীয় এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে আগেরদিন চলে আসে। ফলে ঘোড়দৌড় খেলার মাঠে দর্শনার্থীদের ছিলো উপচেপড়া ভীড়। দেশের বিভিন্ন জেলা হতে আগত ঘোড়সওয়ারীরা ৩টি গ্রুপে এ খেলায় অংশগ্রহণ করে। এতে জেলার ধামইরহাট উপজেলার দেশবরেণ্য নারী ঘোড়সওয়ারী তাসলিমা আক্তার ও হালিমা আক্তার দর্শনার্থীদের মন জয় করেন এবং হালিমা আক্তার বিজয়ী হন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানা ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এছাড়া সামাজিক, রাজনৈতিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



































































