বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বারি সরিষা চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় জি.কে.বি.এস.পি প্রকল্পের আওতায় তেলজাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস সামাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, কৃষক আরব আলী প্রমুখ।
বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের চাষাবাদ এখন সময়ের দাবী। এই ফসলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তেলজাতীয় ফসলের চাষাবাদে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে অন্যদিকে মানুষের রোগবালাই কম হওয়ায় সুস্বাস্থ্য নিশ্চিত হবে।
কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে নওয়াপাড়া এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।



































































