কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেটের কমলা খ্যাত এলাকা মৌলভীবাজারের বড়লেখা/জুড়ি উপজেলাধীন কমলা চাষিদের ঘরে বাহিরে কোথাও সুখ নেই। অক্টোবরের ভয়ানক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কমলা গাছের ডালপালা ভেঙ্গে ফুল, ফল ঝরে পড়ে। এতে কমলাগাছে ফল এসেছে খুবই কম। আর যে ফলগুলো গাছে এসেছে সেগুলোতে বৈরী আবহাওয়ার প্রভাবে রসালো স্বাদ নেই। নভেম্বর মাসের শুরুতেই স্থানীয় বাজারসহ রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে লোকাল কমলা হিসেবে পরিচিত সিলেটের কমলা পাওয়া যেত। কিন্তু এই বছর বাজারসহ অন্যান্য এলাকায় ভিটামিন সি এর অন্যতম এই ফল কমলা পাওয়া যাচ্ছে না। বড়লেখার কমলা চাষি আজিরুল মিয়া, মিজান উদ্দিনের কমলাবাগান সরেজমিনে ঘুরে দেখা যায়, পাহাড়ের উঁচু টিলায় কমলার গাছ আছে ঠিকই কিন্তু গাছে কমলা নেই। এতে এই অঞ্চলের কমলা চাষিদের মাথায় হাত। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে আছেন বিপাকে।



































































