রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার নাম আলম। তার কাছ থেকে রাজশাহী-ঢাকাগামী ট্রেনের ২৭টি টিকিট জব্দ করা হয়।
নিরাপত্তাবাহিনীর ইনচার্জ উজ্জ্বল আলী জানান, তার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। ১৫ টিকিটে ২৭টি আসনের সিট কিনে বিক্রি করেন আলম নামে একজন টিকেট কালোবাজারি। পরে তাকে আটক করা হয়।
আটককৃত আলম জানায় সে হাবিব, কাওসারসহ বিভিন্ন কালোবাজারির নিকট থেকে ৫০ টাকা বেশি দিয়ে টিকিটগুলো কিনে আরো ৫০ টাকা বেশি দামে বিক্রি করে।



































































