জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এছাড়া সশ্রম কারাদন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কুড়ানুরের ছেলে রমজান আলী, রমজান আলীর দুই ছেলে রঞ্জু ও শাহীন আলম এবং রেজাউলের ছেলে হান্নান। এর মধ্যে দন্ডপ্রাপ্ত আসামি রঞ্জু পলাতক রয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে এনামুল হক (৩০)। ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি আলতাফ হোসেনের জামাই বজরপুর গ্রামের আবু বক্করের বাড়িতে সন্ধ্যায় পাওয়ার টিলার নিতে যায় এনামুল হক। সেখানে খাওয়া দাওয়া শেষে রাতে এনামুল হক রওনা দেয় বাড়ির উদ্দেশ্য। কিন্তু রাতে এনামুল বাড়িতে ফিরে না। পরেরদিন ৫ ফেব্রুয়ারি আলতাফ হোসেনের বাড়ির উত্তর পূর্বদিকে স্থানীয় লোকমান হোসেন ইরির জমিতে কাজ করার সময় আলাউদ্দিনের আলুর ক্ষেতে এনামুল হকের মরদেহ দেখতে পায়। ওইদিনই এনামুল হকের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আকন্দ মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে রাষ্ট্র পক্ষ থেকে ১৯ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন, এ্যাড. হেনা কবির, এ্যাড. ফরিদুজ্জামান।



































































