সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে আলী আজম (৪০) নামের এক পল্লী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার সকালে উপজেলার লাঙ্গুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। সে লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পল্লী চিকিৎসক আলী আজম বিভিন্ন ব্যাংক ও এনজিওতে ঋণগ্রস্ত ছিলেন। লোনের কিস্তি নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন। বাড়িতে সকালের খাবার খেয়ে দোকানে আসেন। এর কিছুক্ষণ পরেই গলায় রশি দিয়ে দোকানের আড়ার সাথে ফাঁসি নেন।
পল্লী চিকিৎসক আলী আজমের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।



































































