ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের হাউজ থেকে তিনটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুর ১টার দিকে মেছো বাঘ তিনটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, গত রাতে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের হাউজের মধ্যে দুই শাবকসহ তিনটি মেছো বাঘ আটকা পড়ে। সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকেরা প্রাণীগুলোর বাঘের মতো গর্জনে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় তারা সেখানে তিনটি মেছো বাঘ দেখতে পান। পরে শৈলকুপা বনবিভাগকে খবর দিলে তারা এসে মেছো বাঘ তিনটি উদ্ধার করে। তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটি মেছো বাঘ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
ঝিনাইদহের বনবিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, একটি শাবক মারা গেছে ও অপর দুইটি মেছো বাঘ উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।



































































