বিনোদন ডেস্ক
নতুন ছবির কাজ শুরু করছেন পরিচালক হানসল মেহেতা। যাতে অভিনয় করবেন কারিনা কাপুর ও একতা কাপুর। এদিকে, এ সিনেমার মাধ্যমে প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন কারিনা। শনিবার (২৭ আগস্ট) সিনেমাটির চিত্রনাট্যের প্রথম পাতার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা। সেখানে সিনেমার পরিচালক হিসেবে হানসল মেহেতার নাম স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু সিনেমার নামটি নিয়ে ধোঁয়াশা রেখেছেন অভিনেত্রী। সিনেমার নামের ওপর লম্বালম্বি করে রেখে দেওয়া পেন্সিলের একপাশে দৃশ্যমান ‘দ্য’, অপর পাশে ‘মার্ডার’।
কিছুদিন আগেই হানসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার এক পাশে ছিলেন কারিনা, অন্য পাশে একতা। তার নিচে হানসল লিখেছিলেন, নতুন সফর শুরু করতে চলেছি। দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত।



































































