বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের আজ জন্মদিন। ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী। ১৯৮৪ সালের ৯ জুন নিপুণের জন্ম হয়েছিল কুমিল্লার জালগাঁওয়ে। দেশ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ১৯৯৯ সালে চলে যান রাশিয়ায়। মস্কোতে নিপুণ ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে পড়াশোনা শেষ করে ২০০৬ সালে ফিরে আসেন দেশে। ওই বছরই অভিনয়ে নাম লেখান।
গুণী এই অভিনেত্রীর ৩৯তম জন্মদিনে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী তারকারা। নায়িকার সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন সাংবাদিকরাও।
তারকাদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানাভাবে নিপুণের কঠোর সমালোচনা করলেও জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভোলেননি। তিনি নিপুণের দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে দেখা যায়, নিপুণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন। তার গলায় ফুলের মালা। ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন নিপুন। শুভকামনা তোমার জন্য।’
নিপুণকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। যিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণের প্যানেল থেকে। নায়িকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ইমন ক্যাপশনে ইংরেজি ভাষায় লিখেছেন, `Many many happy returns of the day Nipun Akter… God bless you…’
নিপুণের দুটি ছবি পোস্ট করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন নিপুণ আক্তার। আজ বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের জন্মদিন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।’
নিপুণের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ লিখেছেন, ‘কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক। শুভ জন্মদিন প্রিয় শিল্পী প্রিয় মানুষ নিপুণ আক্তার। ভালোবাসা এবং শুভকামনা রইল।’ সোশ্যাল মিডিয়ায় আরও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান রোহি, মডেল রুবিনা আক্তার নিঝুমসহ অনেকে।
এর বাইরে ফোন করে নিপুণকে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা জেসমিনসহ অনেকে। বিশেষ দিনে এত মানুষের শুভেচ্ছা পেয়ে আপ্লুত নিপুণ।
এই অভিনেত্রী জানান, ‘একটা কথা আগেও বলেছি আজও বলছি, শিল্পীদের জন্য কাজ করছি, করে যেতে চাই। যত বাধাই আসুক সেসব মোকাবিলা করতে আমি প্রস্তুত। জীবনের এই বিশেষ দিনটিতে বলতে চাই, শিল্পী সমিতির নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে সবচেয়ে বড় একটি কাজ এরইমধ্যে করেছি। বাদ পড়া শিল্পীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। বাকি প্রতিশ্রুতিও পালন করব ইনশাআল্লাহ।’
নিপুণ আরও জানান, জন্মদিনে কখনোই তিনি তেমন কোনো আয়োজন করেন না। দিনটি পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। একমাত্র মেয়ে তানিশা এবং পরিবারের অন্যদের নিয়ে এবারের জন্মদিন কাটবে বলে জানান নায়িকা।
২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ ছবিটির মাধ্যমে নিপুণের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। যদিও সে ছবিটি আজও মুক্তি পায়নি। তাই একই বছর মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’কে নিপুণের অভিষেক ছবি হিসেবে ধরা হয়। পরের বছরই শাহআলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ ছবিটিতে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি পেয়ে যান এই নায়িকা। ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও প্রয়াত নায়ক মান্না।
এরপর ২০০৯ সালে মহম্মদ হান্নানের ‘চাঁদের মত বউ’ ছবিতে অভিনয়ের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় জাতীয় পুরস্কারটি লাভ করেন নিপুণ। সে ছবিতে নিপুণের সহশিল্পী ছিলেন তখনকার সুপারহিট জুটি রিয়াজ ও শাবনূর। যদিও দুটি পুরস্কারই নিপুণ অর্জন করেন পার্শ্বচরিত্র ক্যাটাগরিতে। ১৬ বছরের ক্যারিয়ারে অর্ধশতাধিক চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তার বেশিরভাগ ছবিই ব্যাবসায়িক দিক থেকে সফল।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসা রয়েছে নিপুণের। এছাড়া ‘টিউলিপ এন্টারটেইনমেন্ট’ নামে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সেখান থেকে একাধিক ছবি প্রযোজনা করেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী। একই পদ প্রত্যাশী চিত্রনায়ক জায়েদ খানও। এ নিয়ে একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। যদিও বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণই দায়িত্ব সামলাচ্ছেন।



































































